গার্ডেনরিচ এ লজিস্টিক হাব এর উদ্বোধন করলেন ববি হাকিম

21st January 2021 8:44 pm কলকাতা
গার্ডেনরিচ এ লজিস্টিক হাব এর উদ্বোধন করলেন ববি হাকিম


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) : গার্ডেনরিচ নেচার পার্ক সংলগ্ন কেএমডিএ এর জমিতে এবং তাদের উদ্যোগেই আজ প্রথম পর্যায়ের লজিস্টিক হাবের  উদ্বোধন করলেন ববি হাকিম। বিভিন্ন কোম্পানি চেন সিস্টেমের মাধ্যমে এই পার্কে তাদের তৈরি পণ্য উৎপাদন করবে। যেখানে কর্মসংস্থান হবে প্রায় পাঁচ হাজার স্থানীয় মানুষের। এই অনুষ্ঠানে আসা  তিরিশ জন ব্যবসায়ী ববি হাকিমের হাত থেকে এই হাবে  তাদের তৈরি পণ্য তৈরির উদ্দেশ্যে ফর্ম নিয়েছেন, এদের মধ্যে ৬ টি কোম্পানি ফর্ম পূরণ করে জমাও  দিয়েছেন। আনুমানিক তিন লাখ স্কয়ার ফিট জমিতে প্রথম পর্যায়ের এই হাব তৈরি হয়েছে। পরবর্তী পর্যায়ে দ্বিতীয় আরেকটি হাব তৈরীর পরিকল্পনা রয়েছে কেএমডিএ এর।





Others News

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) :  পর্ণশ্রীতে মা-ছেলেকে নৃশংভাবে খুনের কিনারা। ধৃতদের একজন সন্দীপ দাস(৩২) ও অন্যজন সঞ্জয় দাস(৪৪)। বাড়ি মহেশতলা থানার শ্যামপুরের ঘোষপাড়া তে। জেরায় তারা অপরাধের কথা কবুল করেছে। রবিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন জয়েন্ট সিপি ক্রাইম।

গ্রেফতার মৃতার দুই মাসতুতো ভাই। ধৃতদের বাড়ি মহেশতলায়। জেরায় অপরাধ কবুল করেছে ধৃতরা। ধৃতদের অনেক টাকা ধার হয়ে গিয়েছিল। মৃতের পরিবারের কাছে অনেক টাকা, গয়না ঘরে ছিল এমনই ধারণা ছিল ধৃতদের। পরিকল্পনা করেই বাড়িতে গিয়েছিল ধৃতরা। ধৃতরা জানত, ওই সময়ে তাদের দিদি সুস্মিতা মন্ডল একা থাকত। মাকে খুনের সময় ছেলে তমজিৎ মন্ডল দেখে ফেলে, সেইজন্যই ছেলেকে খুন। জানালেন জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা।
ধৃত সন্দীপ দাস ও অন্যজন সঞ্জয় দাস কে আগামীকাল আলিপুর আদালতে তোলা হবে।